শুরু হচ্ছে যাত্রা উৎসব
দেশ অপেরার আয়োজনে ১৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী যাত্রা উৎসব ২০১৪। ওইদিন সন্ধ্যায় এই যাত্রা উৎসবের উদ্বোধন করবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার।
আজ 'কঙ্কাল' এর মঞ্চায়ন
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাট্যতীর্থ প্রযোজিত নাটক 'কঙ্কাল'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রবিউল আলম ও নির্দেশনায় রয়েছেন তপন হাফিজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাট্যতীর্থের নিয়মিত নাট্যশিল্পীরা।
আজ 'ম্যাডোনা-৪৩'
শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীতে আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে উদীচী শিল্পীগোষ্ঠী নির্মিত প্রামাণ্যচিত্র 'ম্যাডোনা-৪৩'।
লোক নাট্যদলের ময়মনসিংহ গীতিকা নাট্য উৎসব
লোক নাট্যদলের আয়োজনে ২৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী 'ময়মনসিংহ গীতিকা নাট্য উৎসব ২০১৪'।
'শেকড় খুঁজি প্রাণের মেলায়' শীর্ষক এই উৎসবে অংশগ্রহণ করবে লোক নাট্যদল, জাহাঙ্গীরনগর থিয়েটার, চন্দ্রাবতী থিয়েটার, শিকড় নাট্যসম্প্রদায় (কিশোরগঞ্জ), নাট্যধারা, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নাট্যতীর্থ।
শরৎ পথ নাট্যোৎসব
কাল (শনিবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে শরৎ পথ নাট্যোৎসব ২০১৪।
উৎসবে অংশগ্রহণ করছে প্রাচ্যনাট, অবয়ব নাট্যদল,তীরন্দাজ, চন্দ্র কলা থিয়েটার, উঠান থিয়েটার (নারায়ণগঞ্জ) ও নাটনন্দন। উৎসবে পরিবেশিত হবে 'গর্ত, গডফাদার, অশ্রুত রূপকথা, যদি কিছু মনে না করেন, দ্য লাস্ট সিন' ও অন্যযুদ্ধ।
কণ্ঠশীলনের 'যা নেই ভারতে'
আগামী ২২ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে কণ্ঠশীলন প্রযোজিত নাটক 'যা নেই ভারতে'।
মনোজ মিত্রের রচনা অবলম্বনে নাটকটির নির্দেশনায় রয়েছেন মীর বরকত। কুরুবংশের রানী তথা হস্তিনাপুরির রাজবাড়ীর বধূদের কথাই ধরা যাক, তারা কেউ স্বেচ্ছায় মাল্যদান করেননি। ভীষ্ম যুদ্ধ করে তার ভাই বিচিত্রবীর্যের হাতে তুলে দেন দুই নারী অম্বিকা ও অম্বালিকাকে। কারণ তিনি বিবাহ
করবেন না। কিন্তু ভাই তরুণ বয়সে মারা যান। ভীষ্ম অম্বিকাকে অনুরোধ করেন পুত্রসন্তান ধারণ করতে। অম্বিকার আকাঙ্ক্ষা তিনি ভীষ্মের সন্তানের মা হতে চান। নারীকে সেই পুরুষের ইচ্ছার কাছে নতজানু হতে হয়। পুরুষের আদেশে, তার বিছানায় যাকে পাঠানো হবে তাকেই গ্রহণ করতে হবে। এভাবেএ এগিয়ে যায় নাটকটির কাহিনী।
চট্টগ্রামে ফেইমের ছন্দে-নাট্যে শারদোৎসব
সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক শরতের শুভ্রতা উদ্যাপনে ১২ ও ১৩ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনের শারদোৎসব আয়োজন করেছে। আজ সন্ধ্যা ৭টায় থাকছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব কত্থক ডান্স ও কত্থক সেন্টার দিল্লির প্রাক্তন ছাত্রী ও ফেইমের নৃত্যকলা বিভাগের পরিচালক তিলোত্তমা সেনগুপ্তের একক নৃত্য পরিবেশনা।