আবারও বিতর্কে সালমান খান। একটি বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ‘দাবাং হিরো’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে মহারাষ্ট্রের ইয়াভটমলে অভিযোগটি দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৯৫৯(এ) ধারায় মামলাটি করা হয়েছে।
গত কয়েক মাসে আগে 'বিং হিউম্যান' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুম্বাইয়ে ফ্যাশন শো'য়ের আয়োজন করেছিল। নিজের সংগঠনের এই অনুষ্ঠানে র্যাম্পে হেঁটেছিলেন স্বয়ং সল্লু মিয়া। তাঁর পোষাকে আপত্তি জানিয়ে একটি ধর্মীয় সংগঠনের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে সালমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।