বলিউড অভিনেতা ফাওয়াদ খানের ভালো চেহারার পিছনে হয়ত তার দীর্ঘ ঘুম বড় ভূমিকা রেখেছে। দিনে তিনি যে পরিমাণ ঘুমাতে পছন্দ করেন তা বিবেচনায় এমনটা বলা যায়। দীর্ঘ সময় ঘুমাতে ভালোবাসেন বলে তিনি নিজেও জানিয়েছেন।
ফাওয়াদ সস্প্রতি প্রকাশ করেছেন যে, দীর্ঘ ঘুম ছাড়া নাকি তার চলে না। তিনি বলেন, 'ঘুম আমাকে সক্রিয় রাাখে। আমি একটা ভাল্লুক। আমি দিনে ১০-১২ ঘণ্টা ঘুমাতে ভালোবাসি। আমি নিশাচরও। রাতে আমি টিভি প্রোগ্রামগুলো দেখি।'
পুনম কাপুরের সঙ্গে সম্প্রতি ফাওয়াদ 'খুবসুরত' নামে একটি মুভিতে অভিনয় করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার