নবাগতা আইরিনের 'ভালোবাসা জিন্দাবাদ' ছবিটি দর্শক মহলে ভালোই সাড়া ফেলেছিল। এরপর গত এক বছরে আইরিন বেশকিছু নতুন ছবির কাজ হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আসছে আইরিন অভিনীত 'ভয়ঙ্কর রাত'। ছবিটির মহরত উপলক্ষে নায়িকা আইরিন শুক্রবার বিকেলে হাজির হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে।
‘ভয়ংকর রাত’ প্রসঙ্গে আইরিন বলেন, 'এটি রোমান্টিক হরর চলচ্চিত্র। শুধু ভৌতিক ব্যাপারটি থাকবে, তা নয়। আরও অনেক বিষয় আছে। কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েকে নিয়ে গল্পের কাহিনী গড়ে উঠেছে।'
‘ভয়ংকর রাত’ চলচ্চিত্রে আইরিনের বিপরীতে অভিনয় করছেন জেফ। ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক মাসুম বাদল।
মহরত অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৪টায়। এ সময় চলচ্চিত্রটির অন্যান্য কলা-কুশলীরা উপস্থিত থাকবেন।
খুব শিগগিরই আইরিন অভিনীত ও সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু।