স্বামী মাহিম করিমকে নিয়ে বাংলাভিশনের 'আমার আমি' অনুষ্ঠানে হাজির হচ্ছেন আলোচিত অভিনেত্রী ও মডেল সারিকা। জানাবেন তাদের দাম্পত্য জীবনের নানা কথা। বলবেন সম্পর্কের গল্প, নতুন সংসারের হালচাল। তাদেরকে প্রশ্ন করবেন অনুষ্ঠানটির উপস্থাপক রুমানা মালিক মুনমুন।
সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।