সম্ভবত তামিল ছবিতে কাজ না করলে ক্যারিয়ারে কিছু একটা অভাব অনুভব করছেন অভিষেক বচ্চন। তাই হিন্দি সিনেমার পর এবার তামিল ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন অভিষেক বচ্চন। ‘ওমেগা স্পিডমাস্টার ডার্কসাইড অফ দ্য মুন ওয়াচ’-র শুভ উদ্বোধনে এসে সাংবাদিকদের কাছে মনের বাসনার জানালেন ছোট বচ্চন। তিনি জানালেন তামিল ছবিতে অভিনয় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও জানান, চেন্নাইতে তার অনেক বন্ধু রয়েছে আর সেখানে অনেক সময়ও কাটান। তাই এই শহরের সঙ্গে একটা হৃদ্দতার সম্পর্ক রয়েছে অভিষেক বচ্চনের। ৮০-র দশকে বাবার কাজের সূত্রে প্রায়ই সেখানে যেতেন। অনেকসময় গ্রীষ্মের ছুটিটা চেন্নাইতে কাটাত তার। সম্ভবত সেই কারনেই চেন্নাই আর তামিল ছবির প্রতি এতটাই আসক্ত তার।