ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতা বসু যদি পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত থাকেনও, তাতে খারাপ কিছু দেখছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। করণ জোহর ও সাক্ষী তানওয়ারের পর শ্বেতা বসুর পক্ষে এবার মুখ খুললেন দীপিকা। তিনি বলেছেন, শ্বেতার জন্য তার সমর্থন অব্যাহত থাকবে।
সম্প্রতি হায়দ্রাবাদের একটি হোটেল থেকে পতিতাবৃত্তির অভিযোগে শ্বেতাকে আটক করা হয়। এ বিষয়ে ইন্ডিয়া টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, নিজেকে ও পরিবারের দেখভালের দায়ভার রক্ষায় সে (শ্বেতা) যদি পতিতা পেশায় জড়িয়ে থাকে, তাতে খারাপ কিছু নেই।
দীপিকা অভিযোগ করেন, অযথা তাকে হয়রানি করার জন্য এবং তার ক্যারিয়ার ধ্বংসের জন্য এই স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে। শ্বেতার এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধও করেছেন দীপিকা। টাইমস অব ইন্ডিয়া।