আজ নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক এমএ জলিল অনন্ত।
সকালে রাজধানীর বিজয় স্মরণী মোড় ও দুপুরে এফডিসির ৪ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হয়।
বিজ্ঞাপনটিতে দেখা যাবে, বৃষ্টির মাঝে অনন্ত একটি গাড়ি থেকে নামছেন। ঠিক সেই মুর্হুতে তিনি ফিরে যাবেন তার অতীত স্মৃতিতে। ‘আপ এন টপ’ নামের একটি প্রতিষ্ঠিত টেইলার্স প্রতিষ্ঠানের জন্যে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন তানভীর শেহজাদ।
শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।