নতুন আরও একটি ছবিতে প্লেব্যাক করলেন জেমস। এবার তিনি গেয়েছেন শফিক তুহিনের কথা ও সুরে। গানটি ব্যবহৃত হবে 'দেশা : দ্য লিডার' ছবিতে। ১২ সেপ্টেম্বর রাতে জেমসের কলের গান স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়েছে। নতুন গান প্রসঙ্গে জেমস বলেন, 'দেশের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এ গানটি তৈরি হয়েছে। তাই গানটি গাইলাম।'
গানের কথা হচ্ছে- 'পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়নার দল/ সংগ্রামে সংগ্রামে রুখে দাঁড়াতেই হবে সাহস বুকে অবিচল'।
গানটি ছবিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে 'দেশা : দ্য লিডার' ছবিটি। সৈকত নাসিরের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, শিপন, সোহেল খান, মঞ্জুরুল করিম প্রমুখ।
জেমস সম্প্রতি 'জিরো ডিগ্রি', 'ওয়ার্নিং' ও 'সত্তা' ছবিতে গান গেয়েছেন। এখন থেকে চলচ্চিত্রে নিয়মিত গাইবেন তিনি।