শুরু হয়েছে 'ময়না টিয়া' শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং। এটির নির্দেশনা দিচ্ছেন শাহীন সরকার। রচনা করেছেন অরিন্দম গুহ। খানবাড়ি আর চৌধুরীবাড়ির গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকের গল্পটি। চৌধুরীবাড়ির তিন বউয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা জাহান, লিনা আহমেদ ও শেলী আহসান।
১০৪ পর্বের ধারাবাহিক নাটকের প্রথম লটের শুটিং বর্তমানে চলছে। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী অধরা। এ প্রসঙ্গে তিনি বলেন,' ধারাবাহিক নাটকে এটিই আমার প্রথম কাজ। নাটকের গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গল্পের গাঁথুনি খুব চমৎকার। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। সব মিলিয়ে কাজটি আমি দারুণ উপভোগ করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।