যৌথ প্রযোজনার ছবি 'রোমিও ভার্সেস জুলিয়েট'-এর নায়িকা ঢালিউডের মাহী। ছবির প্রযোজক হিমাংশু বলেন, 'আমার ছবির নায়ক রোমিও নামে এক গ্রামের ছেলে। আর নায়িকা লন্ডনের মেয়ে। নাম জুলিয়েট। টাইটেল সঙটা এ রকম 'ফেসবুকে ফোটো দেখে প্রেমে পড়েছি/ সাত সমুন্দর পার তোকে বলতে এসেছি/ ম্যঁয় তেরা রোমিও, তু মেরি জুলিয়েট'। এ গানেই সিনেমার গল্পটা অাঁচ করা যায়। লন্ডন প্রবাসিনী চরিত্রে মাহীকে দারুণ মানাবে। মাহী বলেন 'এ ছবিতে কাজ করার অফার পেয়ে আমি দারুণ খুশি। ছবিতে অভিনয় করার সুযোগের পাশাপাশি লন্ডন ঘোরার সুযোগটাও কাজে লাগালাম। তিনি আরও জানান, লন্ডনের আতিথেয়তা ও প্রবাসী সিলেটীদের উষ্ণ অভ্যর্থনা সত্যিই মনে রাখার মতো। ইতিমধ্যে মাহী ও অনন্য মামুনসহ পুরো ইউনিট লন্ডনে পৌঁছেছে। ছবিতে মাহীর নায়ক টালিগঞ্জের অঙ্কুশ।অঙ্কুশের 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি মাহী দেখেছেন।অঙ্কুশের অভিনয় তার খুব পছন্দ।