বক্সার মেরি কমের দুর্দান্ত সাফল্যের পর কিরণ বেদির চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন প্রিয়াঙ্কা। হিন্দি মুভি 'লাক'র পরিচালক সোহম শাহ তার আগামী ছবিতে প্রিয়াঙ্কাকেই প্রথম পছন্দ হিসেবে দেখছেন। প্রাক্তন প্রথম নারী আইপিএস অফিসার কিরণ বেদির জীবনী নিয়ে ছবি তৈরির কথা ভাবা হচ্ছে। আর এই বিশেষ চরিত্রের জন্য ভাবা হচ্ছে 'মেরি কম' প্রিয়াঙ্কা চোপড়াকে।
সূত্র জানিয়েছে, কিরণ বেদি চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকে ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হবে। এ ছবির বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াঙ্কার মত জানতে চাওয়া হয়েছে। পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের বায়োপিকের পর নিঃসন্দেহে এটি প্রিয়াঙ্কার কাছে আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রিয়াঙ্কা বলেন, 'প্রস্তাব পেয়েছি। নিঃসন্দেহে এটি একটি চ্যালেঞ্জিং কাজ। আমি করতে চাই। এখন আমার শিডিউল মিলিয়ে দেখছি। ব্যাটে-বলে হয়ে গেলেই ভালো।'
প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তার আগামী ছবি 'দিল ধড়কনে দো'-তে। জোয়া আখতার পরিচালিত 'দিল ধড়কনে দো' ছবিতে রয়েছেন বলিউডের প্রথম সারির একগুচ্ছ তারকা।