কেমন আছেন?
ভালো আছি। শনিবার আমার নতুন মিক্স অ্যালবামটি প্রকাশিত হলো। এরই মধ্যে নানা জায়গা থেকে অ্যালবামটির ভালো সাড়া পাচ্ছি। অনেক ভালো লাগছে।
নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন?
অ্যালবামের নাম 'সুখ সুখ ভাবনা'। এর শিল্পীরা হলেন পারভেজ, রন্টি দাশ, আশিষ (ইউরোপ), বিউটি, রসি, সাগর ও আমি। এ অ্যালবামে রোমান্টিক, রাগ, রক, কাওয়ালি, লোকসহ বিভিন্ন ধরনের গান রয়েছে। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর, সেজুল হোসেন ও আশিষ বৈদ্যসহ আরও অনেকে।
এই অ্যালবামে কি কোনো বিশেষত্ব আছে বলে আপনি মনে করেন?
এই অ্যালবামে আমি সব ধরনের গান রাখার চেষ্টা করেছি। এখানে একটি দেশের গান আছে, যাতে কণ্ঠ দিয়েছেন ইউরোপ প্রবাসী বাঙালিরা। গানের কাজটি আমি অনেক যত্ন নিয়ে করেছি। আশা করছি ভালো লাগবে।
চলচ্চিত্রে গানের কি অবস্থা?
একজন শিল্পীর জন্য চলচ্চিত্র হচ্ছে তার স্বপ্নের জায়গা। আমিও তাই মনে করি। আমি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছি। সামনে আরও বেশি চলচ্চিত্রে কাজ করতে চাই।
সংগীত পরিচালনার কি খবর?
এতদিন নিজের মিক্স অ্যালবামটি নিয়ে ব্যস্ত ছিলাম। তাই অন্য কারও অ্যালবামে কাজ করতে পারিনি। এরই মধ্যে দুটি অ্যালবামের কাজ হাতে নিয়েছি। এখন এ কাজ নিয়েই ব্যস্ত আছি।
নিজের একক অ্যালবামের কোনো পরিকল্পনা আছে?
এখন আপাতত কোনো পরিকল্পনা নেই। আর বর্তমানে অডিও বাজারের যে অবস্থা, অ্যালবাম করে আর কী হবে। আর শিল্পী যখন হয়েছি গান তো গাইতেই হবে। কিন্তু বর্তমানে নতুন কোনো একক অ্যালবাম নিয়ে ভাবছি না।
স্টেজ শোগুলোর কি খবর?
ঈদে বেশকিছু স্টেজ শো আছে বিভিন্ন টিভি চ্যানেলে। এর মধ্যে রয়েছে এনটিভি, বিটিভি, দেশটিভি ইত্যাদি।
'ক্লোজআপ ওয়ান' আপনার জীবনে কতটুকু ভূমিকা রেখেছে?
'ক্লোজআপ ওয়ান' আমাকে স্বপ্ন পূরণের তাড়না জুগিয়েছে। স্বপ্ন পূরণে আমি সফল হয়েছি কি-না তা এখন দর্শক ও শ্রোতারা বলতে পারবেন।
আলী আফতাব