বছরখানেক আগে 'ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম' নামের একটি নাটকে অভিনয় করেছিল তারকা দম্পতি তাহসান ও মিথিলা। গত এক বছরে তারা জুটি হয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটকে জুটি বাঁধেননি।
সম্প্রতি আবার নাটকে অভিনয়ের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাহসান-মিথিলা। আশফাক নিপুণ পরিচালিত এখনো নাম ঠিক না হওয়া নাটকটি ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে। শনিবার উত্তরায় তাহসান ও মিথিলা জুটির নতুন নাটকটির শুটিং শুরু হয়েছে। তাহসান বলেন, 'নিপুণ বরাবরই ভালো নাটক নির্মাণ করেন। এবারেরটিও তেমন। ভালো কিছু একটা হবে বলে মনে হচ্ছে।' স্বামী-স্ত্রী দুজন এক নাটকে অভিনয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকে কি-না জানতে চাইলে তাহসান বলেন, 'কিছু সুবিধা তো থাকেই। এই যেমন তাড়াহুড়া করে বাসায় ফেরার তাড়া থাকে না। একসঙ্গে বাসা থেকে বের হওয়া আবার একসঙ্গে ফেরা যায়। সব মিলিয়ে সুবিধাটা আসলে বেশিই থাকে।'