'গেইম' নিয়ে শুরু থেকেই বেশ 'গেইম' তৈরি হয়েছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ছবিটি এখন সেন্সরে জমা পড়েছে। ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রযোজক। ছবিটিতে অভিনয় করেছেন নিরব, অমৃতা, ইরফান খান। তবে মূল খলনায়কের চরিত্রে রয়েছে চমক। কারণ এ চরিত্রে অভিনয় করেছেন প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব। ছবিটি নিয়ে নিরব বলেন, 'এটি অমৃতা ও আমার প্রথম ছবি। দেরিতে হলেও ছবিটি সেন্সরে জমা পড়ছে। আমার বিশ্বাস, লোকেশন এবং গল্প থেকে শুরু করে সবকিছুতেই দর্শক একটা বৈচিত্র্য খুঁজে পাবেন এ ছবিতে।'
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি 'গেইম' যৌথভাবে পরিচালনা করেছেন রয়েল ও অনিক।