অভিনেতা সঞ্জয় দত্তের উপার্জন আরও ১৫ রুপি বেড়েছে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যে বিশাল পারিশ্রমিক নিয়ে অভিনয় করতেন তার পারিশ্রমিক বাড়ল মাত্র ১৫ রুপি! ঘটনাটি অভিনয়ের পারিশ্রমিকের নয়, কারাগারের রোজগার থেকে আরও ১৫ রুপি বেশি পাবেন তিনি। অস্ত্র মামলায় সশ্রম কারাদণ্ড পাওয়া সঞ্জয় এখন আছেন পুনের কারাগারে। সেখানে কাগজের ব্যাগ তৈরির কাজ দেওয়া হয়েছে তাকে। শুরুতে ২০ রুপি মজুরি পেতেন তিনি। এরপর বেড়ে হয়েছে ৩০ রুপি। আর এখন একসঙ্গে ১৫ রুপি মজুরি বেড়ে দাঁড়িয়েছে ৪৫ রুপিতে। বোঝাই যাচ্ছে, কাগজের ব্যাগ তৈরিতে বেশ পারদর্শী সঞ্জয়। তার কাজে সন্তুষ্টি হয়েই জেল কর্তৃপক্ষ বারবার মজুরি বাড়াচ্ছে।
জানা গেছে, বর্তমানে উন্নতমানের কাগজের ব্যাগ তৈরি করছেন সঞ্জয়। তার তৈরি প্রতিটি ব্যাগে ছয় থেকে আট কেজি মালপত্র বহন করা যায়।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ওই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জন নিহত হন। আর আহত হন ৭০০ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ত থাকা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।