এবার পুজোয় শুধু নিজের আনন্দ নয়, পথশিশুদের জন্যও আনন্দ উৎসবের ব্যবস্থা করবেন অভিনেত্রী পাওলি দাম। তিনি বলেন, নিজের আনন্দের কথা ভাবলে শেষ পর্যন্ত মেলে শূন্যতা। পুজো আসছে। সবার নতুন জামা হচ্ছে। কিন্তু সত্যিই কত দুস্থ শিশু আছে, যাদের একটা নতুন জামাও হয় না পুজোয়! এবার পুজোয় একটি এনজিওর উদ্যোগে এমনই কিছু শিশুর সঙ্গে প্রতিমা দর্শনে থাকব ঠিক করেছি। দুস্থ শিশুদের নতুন জামা কিনে দেওয়া হবে, মিষ্টি খাওয়ানো হবে। ছোটবেলায় বৌবাজারে ফিরিঙ্গি কালীবাড়ির সামনে দেখতাম কত শিশু, ঠিকমতো খেতেই পাচ্ছে না। রাস্তায় বসে রয়েছে। নতুন জামা হওয়া তো দূরের কথা। আমি তখন নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু ওদের দেখে মনটা খারাপ হয়ে যেত। স্কুলে যখন পড়তাম, তখন ঠিক বুঝতে পারতাম না। ওদের জন্য কিছু করতে চাই, উপায় কী! আমি একা কীভাবে করতে পারি! কিন্তু যত দিন গিয়েছে বুঝেছি, একা কোনো কিছু করার চেয়ে সবাই মিলে চেষ্টা করলে, ওদের মুখে হাসি ফোটানো সহজ। আনন্দ কখনোই একা করা যায় না! পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই হবে। এবার পুজোয় তারই প্রথম ধাপ পথশিশুদের মুখে হাসি ফোটানো।