বলিউডের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হন ৭৬ বছর বয়সী এই অভিনেতা। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তা রাম নারান। আওয়ারা, দিওয়ার, সত্যম শিবম সুন্দরমসহ আরো অনেক নামকরা বলিউড মুভিতে অভিনয় করেছেন শশী।