চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট টুইটারে বরাবরই বেশ সক্রিয়। টুইটারে তার পোস্ট করা একটি ছবি ভক্তদের কৌতূহলী করে তুলেছে। এতে দেখা যায়, বাবার পা টিপে ও মালিশ করে দিচ্ছেন আলিয়া ভাট।
ভাট পরিবারের কাছে এ দৃশ্য নতুন নয়। সেই ছোটবেলা থেকেই বাবাকে ক্লান্ত দেখলে তার পা টিপে দিতো আলিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তাকে জনপ্রিয় করেছে, ‘টু স্টেটস’ আর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ প্রথম সারিতে নিয়ে এসেছে। কিন্তু ঘরে আলিয়া বাবার আদুরে মেয়ে।
মহেশ ভাট তার ডায়েরিতে লিখেছেন, প্রতিবার পা টিপে দেওয়ার পর স্কুলে থাকার সময় আলিয়াকে ৫০০ রুপি করে দিতেন। মেয়ে এখন বড় হয়েছে। বিজ্ঞাপন আর ছবির প্রস্তাবে সয়লাব হয়ে গেছেন, তাই স্বাভাবিকভাবেই বাবাকে বখশিশের পরিমাণ বাড়াতে হয়েছে।
মহেশ ভাট হাসতে হাসতে বলেছেন, ‘এখন ওকে হাজার রুপি দেই। কিন্তু এখন ব্যস্ততার কারণে আমার যত্ন নেওয়ার সময় হয় না ওর।’