রূপোলি পর্দায় এবছরই আসতে চলেছে ফিল্ম 'ফুদ্দু'। এই ছবির পরিচালনা করেছেন সুনীল সুব্রমণিয়ম। এটিই তাঁর ডিরোক্টোরিয়াল ডেবিউ। ছবির নায়িকা স্বাতি কাপুরও এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন। তবে ছবির পোস্টার মুক্তি পেতেই নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডে।
এই ছবির ফার্স্টলুকে স্বাতির সঙ্গে ছবির মুখ্য অভিনেতা শুভমকেও দেখা গেছে। কিন্তু বিষয় হল শুভমের শরীরে একটাও কাপড় নেই। দেখা যাচ্ছে একটা ফুলের টব নিয়ে দাড়িঁয়ে আছেন তিনি। ফলে বুঝতে পারছেন শুভমের লুক একেবারেই আমির খানের ‘পিকে’র সঙ্গে মিলে গেছে। তফাৎ শুধু এটুকুই যে, শুভম রেডিওর বদলে টব ধরে রেখেছেন। যদিও পোস্টারে ‘পিকে’র পোস্টারের মতো হুবহু একটি রেডিও ব্যবহার করা হয়েছে।
‘ফুদ্দু’ ফিল্মের পরিচালক সুনীল এর আগেও অনুরাগ বাসুর অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেছেন। এই ছবি মূলত একটি অ্যাডাল্ট কমেডি ফিল্ম। ছবির প্রযোজনা করেছে মহিলা প্রোডাকশন। ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন রাণা মজুমদার। এছাড়াও মোহিত চৌহান, সুনিধি চৌহান, কেকে ও অরিজিৎ সিংও এই ছবিতে গান গেয়েছেন। এই ছবির জন্য সুনীলকে অনুরাগ বাসু নিজে সাহায্য করেছেন। আগামী শীতেই মুক্তি পেতে চলেছে এই ছবি।