২০১৫ সালের ২৬ জুন মুক্তি পাবে রেমো ডিসৌজা পরিচালিত 'এবিসিডি ২'। নাচ কেন্দ্রিক এই ছবির একটি সিক্যুয়েন্সের জন্য নাচের শ্যুটিং করতে গিয়ে আহত হলেন বরুণ ধাওয়ান।
জানা গেছে, পিঠে চোট পেয়েছেন তিনি। চোটের তোয়াক্কা না করে শুধুমাত্র ইনজেকশান নিয়ে আবার সেটে ফিরে আসেন বি-টাউনের ইয়ং ট্যালেন্ট বরুণ। এরপর নাচের শ্যুটও শেষ করেন তিনি। কাজ শেষ হওয়ার পর নিজের বাড়িতে বিশ্রাম নেন।
আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত বরুণ ধাওয়ান।