এবার শাহরুখ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হৃত্বিক রোশন। আর তা হলো নিজের এইট প্যাকের রহস্যভেদ করতে হবে কিং খানকে। আর হৃত্বিক এসবই করছেন তার নতুন সিনেমা 'ব্যাং ব্যাং'-এর জন্য। ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সহকর্মীদের উদ্দেশে 'ব্যাং ব্যাং' ডেয়ার নামে নতুন এ চ্যালেঞ্জ ছুড়ে দেন হৃত্বিক। আর প্রথম চ্যালেঞ্জটি পান শাহরুখ। শাহরুখের জন্য তার টুইটটি ছিল, 'দ্য টেন প্যাক ব্যাং ব্যাং ডেয়ার আই অ্যাম এস আরকে, তোমার পছন্দের পেটের কসরত করার একটা ছবি দাও। আমরা সবাই জানতে চাই তুমি পেটের জন্য কী ব্যায়াম কর। তোমাকে সময় দেওয়া হলো তিন দিন! কবুল?'
চ্যালেঞ্জ ছিল তার 'ধুম টু'-এর সহশিল্পী এবং বন্ধু উদয় চোপড়ার জন্যও, 'এবার আমার চ্যালেঞ্জ উদয় চোপড়ার জন্য... একশবার শরীরের পুরো ভর দিয়ে পুল আপ করবে (পাঁচটি সেটে)!! রাজি তো? তোমাকে দেওয়া হলো পাঁচ দিন! সময় কিন্তু শুরু হয়ে গেছে!'
অভিনেত্রীদের মধ্যে হৃত্বিক বেছে নিয়েছেন সোনম কাপুরকে। সোনমের জন্য হৃত্বিকের টুইট, 'এবার আমার ব্যাং ব্যাং ডেয়ার হবে খুবসুরত সোনম কাপুরের জন্য। খুবসুরত সিনেমার ব্যাপক সাফল্যের পর তোমার বিভিন্ন ভঙ্গিতে তোলা হাসির ছবি দেখতে চাই! এটা কিন্তু আমাদের সবারই প্রাপ্য।'
এর পরের চ্যালেঞ্জটি ছিল মডেল-অভিনেতা ডিনো মোরিয়ার জন্য। হৃত্বিক লিখেন- 'পেশিবহুল লোকটিকে বলছি... তোমার জন্য ব্যাং ব্যাং ডেয়ার হলো- ২০টি বার ডিপ দিতে হবে। তোমার জন্য সময় তিন দিন। তুমি কি প্রস্তাবটি গ্রহণ করলে?' এরপর নিজের ধূমপায়ী ভক্তদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন হৃত্বিক।