অনন্য ইমনের পরিচালনায় নতুন একটি ঈদ একক নাটকে জুটি হয়ে অভিনয় করলেন সজল-মেহজাবিন। 'ফিল মি' শিরোনামের নাটকটি রচনা করেছেন হাবিব জাকারিয়া। এই প্রসঙ্গে পরিচালক অনন্য ইমন জানান, 'সজল ও মেহজাবিনকে এই প্রথম ভিন্ন ঘরানার গল্পে দর্শক দেখতে পাবেন। কিন্তু আমি বলতে পারি এই নাটকের গল্পের পাশাপাশি দর্শকরা একটি ভিন্ন উপস্থাপনও দেখতে পাবেন। সজল বলেন, 'নাটকের গল্প চমৎকার। অনন্য ইমনের নির্দেশনায় আমি আগে কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে।' মেহজাবিন বলেন, 'সজল ভাইয়ের সঙ্গে আমি নাটকে প্রথম অভিনয় করি সকাল আহমেদের পরিচালনায় একটি নাটকে। এরপর আরও বেশকিছু নাটকে আমরা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছি। আমাদের অভিনীত নতুন এই নাটক নিয়েও আমি অনেক বেশি আশাবাদী।' নাটকটি ঈদে যে কোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।