কিছুদিন পর পর খবরের শিরোনাম হওয়াটা অভ্যাসে পরিণত পেয়েছে পপস্টার লেডি গাগার। নিজের ভক্তদের জন্য সবসময়ই গাগা কিছু না কিছু করে থাকেন, যাতে তার ভক্তরাও একেবারেই চমকে যান। তবে এবার লেডি গাগা ট্রান্সপেরেন্ট স্কার্ট পরে তার ভক্তদের একেবারে অবাক করে দিয়েছেন। গাগা তার একটি অনুষ্ঠানের জন্যই গ্রিসে ছিলেন। এথেন্সের এয়ারপোর্টে নিজের অনুরাগী ও মিডিয়ার সামনে আসার জন্য গাগা একটি ট্রান্সপেরেন্ট স্কার্ট ও ঝিনুকের আকারের আন্তর্বাস পরেন। নিজের ভক্তদের খুশি করার জন্য বিমানবন্দরেই একটি ছোট্ট পারফরম্যান্সও করেন তিনি। বিদেশি মিডিয়ার খবর অনুযায়ী লেডি গাগার এ লুকটি স্যান্ড্রো বেত্তিসেলির ছবি 'বার্থ অফ ভেনিস' থেকে অনুপ্রাণিত। নতুন এ লুকের ছবি গাগা তার ইনস্টাগ্রামের পেজেও শেয়ার করেন।