শাহরুখ খানের পর অন্ধকার জগতের নিশানায় রাজ কুন্দ্রা। গ্যাংস্টার রবি পূজারির কাছ থেকে হুমকি ফোন পাওয়ার পরই নিরাপত্তার কড়া বেষ্টনীতে কুন্দ্রার বাসভবন।
গত সপ্তাহে হুমকি দিয়ে রাজ কুন্দ্রার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন আসে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামীর কাছে থেকে ৩ কোটি টাকা চেয়ে হুমকি দেয় পূজারি। এর পর ফোন আসে তাঁর পিএ-র কাছে। রাজ কুন্দ্রার কাছে তার বার্তা পৌঁছে গেছে কিনা, তা নিশ্চিত হতেই দ্বিতীয়বার ফোন করেন সে। এর পরই পুলিশের দ্বারস্থ হন কুন্দ্রা।
পূজারির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে কুন্দ্রার জুহুর বাড়িতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে মুম্বাই পুলিশ।