কাস্টিং কাউচ থেকে শুরু করে এমএমএস কেলেঙ্কারি, কত আপত্তিকর প্রস্তাবই দেওয়া হয়ে থাকে বলিউড অভিনেত্রীদের। তার নিদর্শন আরো একবার তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এক পরিচালক তাকে প্রস্তাব দিয়েছিলেন একটি গানের দৃশ্যে প্রিয়াঙ্কা যেন তার অন্তর্বাস প্রদর্শন করেন। টুইটারে একটি নামিদামী পত্রিকার সম্পাদকের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ফাঁস করেন প্রিয়াঙ্কা। ভারতীয় বার্তাসংস্থা ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পত্রিকার সম্পাদক প্রশ্ন করেন, তোমাকে কোনো ব্যক্তি সবচেয়ে খারাপ কী বলেছে তা প্রকাশ কর। হতে পারে তিনি পরিচালক, বা প্রযোজক। জবাবে সবাইকে চমকে দিয়ে এই তথ্যটি টুইট করে জানান প্রিয়াঙ্কা।
তিনি জানান, পরিচালকের যুক্তি ছিল গানের দৃশ্যে অন্তর্বাস প্রদর্শন করলে তবেই দর্শক থিয়েটার হলে ভিড় জমাবেন। হ্যাঁ, আপনি যা পড়ছেন তা বলিউডের রূঢ় বাস্তবতা। থিয়েটারে ভিড় টানতে অভিনেত্রীকে এমনই কদর্যভাবে ব্যবহার করতে চেয়েছিলেন ওই পরিচালক।
বহুবার পোশাক বিভ্রাটে বিপাকে পড়েছেন প্রিয়াঙ্কা। যার জেরে অনিচ্ছাকৃতভাবেই অন্তর্বাস দেখা গেছে পোশাকের আড়ালে। কোনো ছবিকে বক্স অফিসে সাফল্য পাওয়াতে অভিনেত্রীদের কাছে পরিচালকের এই ধরনের প্রস্তাব সত্যিই বেদনাদায়ক।