আমির খানের ‘পিকে’ ছবির প্রথম পোস্টারের অনুপ্রেরণায় কয়েকদিন আগে বলিউডে ‘ওকে’ নামের একটি ছবির পোস্টার বেরিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলো ‘ফুদ্দু’ নামের ছবির পোস্টার। সুনীল সুব্রমনি পরিচালিত প্রথম ছবি ‘ফুদ্দু’র পোস্টারেও অভিনেতা শুভমের শরীর উন্মুক্ত। শুধু একটি ফুলের টবে তার লজ্জা ঢাকা রয়েছে। ‘পিকে’র পোস্টারে আমির তার লজ্জা ঢেকেছেন সেকেলে একটি রেডিও দিয়ে।
অবশ্য ‘ফুদ্দু’র পোস্টারে নায়কের পাশে নায়িকাও আছেন। অভিনেত্রী স্বাতী কাপুরও এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।
সুনীল মুলত পরিচালক অনুরাগ বসুর সহকারী হিসেবে কাজ করতেন। ‘ফুদ্দু’ তৈরিতে অনুরাগ সহযোগিতা করেছেন শিষ্যকে। প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী হাস্যরসধর্মী ছবিটি প্রযোজনা করেছে মহিমা প্রোডাকশন। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মোহিত চৌহান, সুনিধি চৌহান, কেকে এবং অরিজিৎ সিং।