সোহা আলী খানের পারিবারিক ঐতিহ্য ভারতে বেশ সমৃদ্ধ। তাই এমন পরিবারের মেয়ে হয়ে সোহা যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, তাতে অনেকের ধারণা সোহা উচ্ছন্নে যাচ্ছে। বিশেষ করে সোহার প্রেম নিয়ে বিতর্ক বেশি। এরই মধ্যে তিনি প্রেম সংক্রান্ত নতুন মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন। সোহার মতে, প্রেম করে একই ছাদের নিচে থাকার মধ্যে কোনো দোষ নেই। ভালোবাসার মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করাই যেতে পারে। বলিউড অভিনেতা কুনাল খেমুর সঙ্গে মন দেওয়া-নেওয়ার পাশাপাশি বিছানাও ভাগাভাগি করেছেন তিনি। তাই নিজের সম্পর্ককে সিদ্ধ করতে এমন ধারণা প্রকাশ করেন তিনি। তবে বিয়ের আগে মা হতে তার আপত্তি আছে। তিনি একই ছাদের নিচে থাকলেও মা হতে রাজি নন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেন সোহা। তিনি জানান, বিয়ের আগে মা হওয়ার কোনো সম্ভাবনা বা ইচ্ছা কোনোটাই নেই তার।
৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, 'মা হওয়ার জন্য আমার হাতে এখনো অনেক সময় আছে। আর এখন ইচ্ছে হলেই তল্পিতল্পা গুটিয়ে ছুটিতে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু সন্তান সামলানো মানে অনেক গুরু দায়িত্ব পালন করা।'
কিছুদিন আগে সোহার অনামিকায় আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন কুনাল খেমু। সোহাও রাজি। তবে বিয়ের সানাই কবে বাজবে তা জানাননি তিনি।
সোহা বর্তমানে 'চারফুটিয়া চোকারে' ছবিতে অভিনয় করছেন। এতে একজন প্রবাসী চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটিতে তার সহশিল্পী রাহুল বোস।