প্রকাশিত হলো তরুণ কণ্ঠশিল্পী সিনথিয়ার দ্বিতীয় একক অ্যালবাম 'অনলি সিনথিয়া'। সংগীতার ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। ৮টি ভিন্ন ধারার গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সিনথিয়ার একক গানের পাশাপাশি বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীরা। তার মধ্যে রয়েছেন- কাজী শুভ, শফিক তুহিন, ইমরান, প্রতীক হাসান, মাহামুদ সানী, অনিক ও পুলক। এ প্রসঙ্গে সিনথিয়া বলেন, কিছু ভিন্নধারার গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে।