ভারতের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা টাইমস অব ইন্ডিয়ায় দীপিকা পাড়ুকোনের শরীরের স্পর্শকাতর অংশ চোখে পড়ার মতো ছবি প্রকাশ করায় বি-টাউন এখনো সরগরম। বলিউডের অনেক তারকাই জনপ্রিয় এই অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করে তার পক্ষে কথা বলেছেন। এতকিছুর পরও চুপচাপ ছিল বার্তা সংস্থাটি। অবশেষে বোম্বে টাইমস পত্রিকার প্রথম পাতায় 'ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ' শিরোনামের একটি খবরে দীপিকাকে ভণ্ড বলে ক্ষোভ জানানো হয়েছে। দীপিকা সম্প্রতি তার ফেসবুক পেজে 'মাই পয়েন্ট অব ভিউ' নামে একটি মতামত প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, 'যদি কোনো চরিত্র ফুটিয়ে তুলতে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকা অথবা নগ্ন হওয়ার প্রয়োজন হয় আমি সেটাই করব। চরিত্রটিকে ফুটিয়ে তোলা আমার দায়িত্ব। তবে আমি সেটা করব কি করব না সেটা একান্তই অভিনয়শিল্পী হিসেবে আমার ইচ্ছা। বুঝতে চেষ্টা করুন এটা অভিনয়, বাস্তব নয়'।
তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে টাইমস অব ইন্ডিয়া বলেছে, 'দীপিকা, পর্দা ও বাস্তব নিয়ে আপনার যুক্তি মেনে নিচ্ছি। কিন্তু অন্য সময়গুলোর ক্ষেত্রে কী বলবেন? পর্দা ছাড়াও বাস্তবেই অসংখ্যবার আপনি স্পর্শকাতর জায়গা দেখিয়েছেন। নাচতে গিয়ে, ম্যাগাজিনের জন্য ছবি তোলার জন্য কিংবা ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে। এসব জায়গায় আপনার ভূমিকা কী ছিল? তাহলে কেনও এই ভণ্ডামি?' তারা প্রশ্ন করেছে, ঘটনাটি এক বছর আগে। এটা নিয়ে এখন আলোচনা কেন?