প্রকাশ্য রাস্তায় ধূমপান করলেন কারিনা কাপুর। অবাক করা এই কাণ্ডটি তিনি ঘটিয়েছেন লন্ডনের রাস্তায়। জানা গেছে সাইফ আলি খানের ৪৪তম জন্মদিন পালন করতে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। ক্ল্যারিজ হোটেলে উঠেছেন তারা। সেখানে কারিনা কাপুর সারাদিন সাইফের সঙ্গে সময় কাটানোর পর সন্ধ্যায় রাস্তায় ঘুরতে বের হন। এই সময় হোটেলের সামনের রাস্তায় কারিনাকে কানে ফোন নিয়ে বেশ বিচলিতভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কথা বলার ফাঁকে ফাঁকে বেশ খানিকক্ষণ ধূমপানও করেন তিনি। তবে বলিউড নায়িকা কার সঙ্গে কথা বলছিলেন এই বিষয়ে কিছু জানা যায়নি।
ফোনে কথা বলার শেষে এক অনুরাগী তার ছবি তুলতে চাইলে প্রথমে বিরক্তি প্রকাশ করলেও পরে অবশ্য তার অনুরোধ রাখেন তিনি। এদিকে কারিনার প্রকাশ্যে ধূমপান নিয়ে ইন্টারনেটে বেশ সমালোচনা হচ্ছে।