এইচবিও চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ ট্রু ডিটেক্টিভের দ্বিতীয় সিজনের পর্বগুলোতে থাকছেন জনপ্রিয় হলিউড অভিনেতা কলিন ফ্যারেল ও ভিনস বোগন।
মূলত তিন পুলিশ আর এক অপরাধীর মধ্যকার ইদুঁর-বিড়াল খেলা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। একটা খুনের ঘটনার পর নানা ষড়যন্ত্রের জালের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
এইচবিও সূত্রে খবর, ফ্যারেলের চরিত্রের নাম রে ভেলকোরো। তিনি একজন গোয়েন্দা। দুর্নীতিগ্রস্ত পুলিশ বিভাগ ও অপরাধীদের মাঝে খাবি খেতে থাকেন। আর বোগন অভিনয় করছেন বিপদজনক অপরাধীর চরিত্রে।
ট্রু ডিটেক্টিভের প্রথম সিজনে অভিনয় করেছিলেন উডি হ্যারিলসন ও ম্যাকু ম্যাককনাগি। তারা ড্রামা সিরিজের সেরা অভিনেতা ক্যাটাগরিতে এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। প্রথম সিজন চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয়। এর পর্ব সংখ্যা ছিল ৮। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষদিকে নতুন সিজনের কাজ শুরু হবে।