কোনো ধরনের শারীরিক লড়াই নয়। কোনো দৌড় প্রতিযোগিতাও নয়। এটা সিনেমাটিক প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতাতেই সোনম কাপুরের নতুন মুভি খুবসুরতকে টেক্কা দিচ্ছে পরিনীতি চোপড়ার 'দাওয়াত-এ-ইশক।'
শুক্রবার মুক্তি পেয়েছে দু'টি সিনেমাই। পুজার আগে ব্যস্ততায় কিছুটা মার খাচ্ছে বলিউডের বক্সঅফিস। তারপরও প্রথম সপ্তাহান্তের শেষে বক্সঅফিস থেকে দাওয়াত-এ-ইশকের আয় দাঁড়িয়েছে ১৩.৭৫ কোটি টাকা। আর খুবসুরত'র আয় ১১.৫ কোটি টাকা। ভারতের বার্তা সংস্থা জি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বাণিজ্য বিশেষজ্ঞ রাজেশ থন্ডানি জানান, মুক্তির প্রথম দু’দিনে দাওয়াত-এ-ইশক খুবসুরতের থেকে বেশি ব্যবসা করলেও রবিবার পরিনীতিতে ছাপিয়ে গেছেন সোনম। ফান সিনেমার বদৌলতে বিশাল আনন্দ মনে করছেন, কাস্টিং ও ফুড যাত্রার কারণে উৎসবের মৌসুমে ভালো ব্যবসা করছে দাওয়াত-এ-ইশক। আশা করা হচ্ছে, দুটি ছবিই ভালো চলবে।
ডিজনি ইন্ডিয়া প্রযোজিত খুবসুরতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। অন্যদিকে আদিত্য চোপড়া প্রযোজিত, হাবিব ফয়জল পরিচালিত ছবি দাওয়াত-এ-ইশকে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর ও পরিনীতি চোপড়া।
পাকিস্তানের মোট ৪৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে খুবসুরত। অপরদিকে, দাওয়াত-এ-ইশক মুক্তি পেয়েছে পাকিস্তানের ২৭টিতে। পাকিস্তানে মুক্তির দিন খুবসুরতের বক্সঅফিস সংগ্রহ ছিল ১০ মিলিয়ন রুপি। যেখানে দাওয়াত-এ-ইশকের সংগ্রহে ছিল ৪ মিলিয়ন।