ঢালিউডের জনপ্রিয় নায়ক আরেফিন শুভ যাচ্ছিলেন বাইক চালিয়ে। হঠাৎ বাইকের সামনে এসে শুভকে জড়িয়ে ধরলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী। সবার সামনেই শুভকে চুমু খাওয়ার জন্য ঠোঁট বাড়িয়ে দিলেন মাহি। চমকে উঠলেন নিশ্চয়ই। তবে এটা বাস্তবের কোনো দৃশ্য নয়, 'ওয়ার্নিং' সিনেমার শুটিং স্পটের একটি দৃশ্য।
ইতোমধ্যে এ সিনেমার শুটিং শেষ হয়েছে। আসন্ন কোরবানির ঈদেই এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাফি।
অ্যাকশন-রোমান্টিক ধাঁচের 'ওয়ার্নিং' সিনেমায় আরেফিন শুভ ও মাহিয়া মাহির সঙ্গে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, শিমুল খান, শিবা শানু, কাজী হায়াৎ প্রমুখ।
শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় ছবিতে গান গেয়েছেন জেমস, শাফিন আহমেদ, কনা, ন্যান্সি, রুপম, তাসিফ ও রুমা।