ভাঙা ভাঙা হাতে লেখা, সহজ কিন্তু অর্থবহ দু'লাইনের একটি চিরকুট নিয়ে শহর থেকে তিন বছর পর মেথর পট্টিতে ফিরে আসে হরিজন কন্যা মহুয়া। সেই চিরকুটটি পুরনো প্রেমিক প্রিয়লালের হাতে তুলে দেয় মহুয়া। প্রিয়লাল পেশায় একজন বনজী ঔষধ বিক্রেতা। সে চিরকুটটি নিয়ে শহর থেকে শহরে ঘুরে বেড়ায়, আর খুঁজতে থাকে তার কাঙ্ক্ষিত মানুষটিকে। খুঁজে পায় ব্যাংকার মোর্শেদকে।
নয়টা-পাঁচটা অফিস আর মধ্যবিত্তের বৈচিত্রহীন জীবনে বিপর্যস্ত মোর্শেদ প্রিয়লালের দেয়া চিরকুটটি হাতে পেয়ে স্বপ্ন দেখতে শুরু করে একটি সচ্ছল জীবনের, যে জীবনের অংশিদার হবে তাঁর হবু স্ত্রী শায়লাও। একই সঙ্গে প্রিয়লাল স্বপ্ন দেখতে থাকে মহুয়াকে নিয়ে ঘর বাঁধার, আর মহুয়ার স্বপ্ন দেখে এক পাল শুয়োরের। নিয়তি যেন তিনজনের স্বপ্নকে এক সুতোয় গেঁথে দেয়। মোর্শেদকে কেন্দ্র করে চলে সেই স্বপ্ন পূরণের পালা। এরপর...?
এরপর কি, তা জানতে চোখ রাখতে হবে মাছরাঙার পর্দায়। আসছে শুক্রবার এমনই এক গল্প নিয়ে রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে খণ্ড নাটক 'অর্থবহ চিরকুট'।
নাটকটির চিত্রধারণ করা হয়েছে বরিশাল শহর ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে। এম প্রডাকশনের কারিগরি সহযোগিতায় ও প্রযোজনায় 'অর্থবহ চিরকুট' নাটকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহামুদুল হাসান টিপু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিনাত সানু স্বাগতা, রওনক হাসান, রোবেনা রেজা জুঁই, হেভেন খানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ১৪/ আফরোজ