হলিউডের জনপ্রিয় অভিনয় দম্পতি নববিবাহিত ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি তাদের সন্তানদেরকে সপ্তাহান্তে বাউলিংয়ে নিয়ে গিয়েছিলেন। মূলত আনন্দ দেওয়ার জন্যই ছেলেমেয়েদেরকে ভিক্টোরিয়াতে অবস্থিত লাকি জ্যাকসের জনপ্রিয় বার, গ্রিল ও বাউলিংয়ে নিয়ে গিয়েছিলেন। ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে সেইশল। এর রাজধানী হচ্ছে ভিক্টোরিয়া। খবর টাইমস অব ইন্ডিয়ার
একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'তিনজন নিরাপত্তারক্ষীসহ জোলি-পিট দম্পতির সব ছেলেমেয়ে সেখানে উপস্থিত ছিল। প্রায় দুই ঘণ্টা তারা বাউলিং আলেতে কাটায়। প্রত্যেকেই খুব খুশি ছিল এবং বাচ্চারা একে অপরের সঙ্গে মজা করছিল।'
এই দম্পতির ছয়জন ছেলেমেয়ে রয়েছে। তারা হচ্ছে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলহ, ভিভিয়েন ও নক্স।
এদিকে, 'বাই দ্য সি' নামে নতুন একটি মুুভির শুটিংয়ের জন্য জোলি-পিট দম্পতি বর্তমানে মাল্টায় আছেন বলে ই! অনলাইন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।