প্রথম চেষ্টায় বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছতে সক্ষম হয়েছে ভারত। এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানে নতুন ইতিহাস তৈরি করেছে দেশটি। 'মারস অরবিটার মিশন [মম] নামে একটি যান ৯ মাসের বেশি সময় ধরে ৬৫০ মিলিয়ন কিলোমিটার পথ দিয়ে লালগ্রহের কক্ষপথে পৌঁছে। এতে প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে দেশটির সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত। আনন্দ প্রকাশ থেকে বাদ পড়েনি দেশটির চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরা। তারা ভারতের এ অর্জনকে এক কথায় ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
টুইটারে এক প্রতিক্রিয়ায় অমিতাভ বচ্চন বলেন, 'মঙ্গলিয়ান...ভারত মাতা কি জে!! ঐতিহাসিক! হলিউডের কোনো ছবির চেয়ে কম বাজেটে প্রথম চেষ্টায় সফল হওয়া একমাত্র দেশ!!
আরেক অভিনেতা অক্ষয় কুমার বলেন, 'মঙ্গোলিয়ানের [মঙ্গলের বাসিন্দা] মহা খবর শুনে ঘুম ভাঙ্গে, যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে কম খরচে মঙ্গল মিশন! কি চমৎকার অর্জন! ইসরোকে [ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা] অভিনন্দন! গর্বিত ভারতীয় বলে হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন তিনি।
এছাড়া মঙ্গল মিশনে সফল হওয়ায় নিজেদের খুশির বার্তা শেয়ার করেছেন অভিনেতা শহীদ কাপুর, রিতেশ দেশমুখ ও অভিষেক কাপুরসহ বলিউডের আরো অনেকে।