বলিউডকে চমকে দেবে জ্যাকুলিন ফার্নান্ডেজের ‘ব্রাদারস’৷ ভাবছেন বোনের পথে ধরে বলিউডে পদাপর্ণ করবেন তাই কোন ভাই। তবে আসল ঘটনা কিন্তু এটা নয়। বলিউডের এ অভিনেত্রীর পরবর্তীর সিনেমার নামই ব্রাদারস। জ্যাকুলিনের আশা, এ ছবিতে তাকে যেভাবে দেখা যাবে, তা সকলেরই প্রত্যাশার বাইরে করেনি।
এ ছবিতে সকলকে চমকে দিতে চান জ্যাকুলিন ফার্নান্ডেজ। ইতিমধ্যেই আপকামিং ছবি ‘রয়’-এ তার লুক নিয়ে হইচই শুরু হয়েছে। তারমধ্যেই ফ্যানদের জন্য ‘ব্রাদারস’-এর কথা ফাঁস করলেন তিনি।
জ্যাকুলিন জানিয়েছেন, রয়-ছবিতে তিনি দু’রকমের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তার বিপরীতে আছেন রণবীর কাপুর এবং অর্জুন রামপাল। কিন্তু ‘ব্রাদারস’-এ তাকে এমন চরিত্রে দেখা যাবে, যা কেউ প্রত্যাশাই করেনি।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ১৫/মাহবুব