চারিদিকে আইটেম গানের জোয়ার। বাণিজ্যিক ছবি মানেই যেন আইটেম গান থাকাটা বাধ্যতামূলক। বলিউডের এই জোয়ার এখন ঢালিউডেও। তাই নতুন প্রায় সব ছবিতেই থাকছে আইটেম গান। অনেক শিল্পী পারফর্ম করছে এই মাসালাদার গানে। এ যাত্রায় এবার যোগ হলেন অপু বিশ্বাস। তিনিও একটি আইটেম গানে পারফর্ম করেছেন। তবে সরাসরি নয়। সম্প্রতি এফডিসির তিন নম্বর ফ্লোরে বিশাল সেট ফেলে শুট করা হয়েছে একটি আইটেম গানের। এ গানে নেচেছেন অমিত হাসান ও বিপাশা কবির। একটু পরেই দেখা গেল দর্শকসারিতে এসে বসেছেন অপু বিশ্বাস।
এটি মনতাজুর রহমান আকবরের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় 'মাই ডার্লিং' ছবির দৃশ্য। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। কাহিনীর এক পর্যায়ে আইটেম গানের আসরে হাজির হতে দেখা যাবে অপুকে। তাই অমিত আর বিপাশা নাচলেও মধ্যমণি ছিলেন তিনিই।
বলিউডে এ পর্যন্ত শীর্ষ নায়িকাদের মধ্যে ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি, বিপাশা বসুসহ অনেকেই আইটেম গানে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আমাদের শীর্ষ নায়িকা অপুও যোগ হলেন এখানে।
সম্প্রতি অপু স্লিম হয়ে নতুন রূপ-লাবণ্যে ফিরে এসেছেন। এতে তার দর্শক-ভক্তরা অপরূপা অপুকে দেখে দারুণ খুশি। আইটেম গানে ঢের মানিয়েছে সুশ্রী এই ত্বন্বীকে। তার দর্শক-ভক্তরা এই রূপে যখন তাকে পর্দায় দেখতে পাবে তখন তারা খুশিতে আত্দহারা হবে। এখন শুধু প্রতীক্ষার প্রহর গোনা। গত বছরের ৬ ডিসেম্বর থেকে এ ছবির কাজ শুরু হয়েছে। নতুন ছবি নিয়ে অপু বলেন, 'ছবিটি করে বেশ মজা পাচ্ছি। ভালো গল্প এবং অ্যারেজমেন্টের ছবি। সব মিলিয়ে দর্শকের ভালো লাগবে এবং ভিন্ন গল্প ও আয়োজনের এ ছবিটি তারা মনভরে উপভোগ করবে বলে আমার প্রত্যাশা।