পল্লীগীতির সম্রাট আবদুল আলীম স্মরণে একক সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করতে যাচ্ছেন তার কন্যা নূরজাহান আলীম। ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় 'আবদুল আলীম স্মরণে নূরজাহান আলীমের গান' শিরোনামে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। নূরজাহান বলেন, 'বাবার গান নিয়ে এককভাবে এবারই প্রথম অনুষ্ঠান করছি। এতে তার জনপ্রিয় বেশ কিছু গান আমি পরিবেশন করব। গানগুলো নিয়ে পরবর্তীতে একটি একক অ্যালবাম প্রকাশ করা হবে। আর সব গানই নতুন সংগীতায়োজনে তৈরি করা হয়েছে।' এর মধ্যে আছে 'হলুদিয়া পাখি', 'এই যে দুনিয়া', 'প্রেমের মরা জলে ডুবে না', 'বহু দিনের পিরিত গো বন্ধু', 'এ সংসারে কেউ নয় আপনজন' প্রভৃতি। আলীমকন্যার প্রথম একক 'মাঝি' গত বছর প্রকাশ পায়।