কেমন আছেন?
আমি ভালো আছি। আর সব সময় চেষ্টা করি ভালো থাকার। আমার বেশির ভাগ সময় কাটে অভিনয় করে।
এখন কোথায় আছেন?
বর্তমানে সৈয়দ শাকিলের একটি ধারাবাহিকে অভিনয় করছি। নাম 'শান্তি অধিদপ্তর'। একই পরিচালকের 'সম্রাট' শিরোনামের আরও একটি ধারাবাহিকে আমি অভিনয় করব। এ ছাড়া আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করছি। তার মধ্যে রয়েছে 'নোয়াশাল', 'অলসপুর', 'দলছুট প্রজাপতি', 'বৈকুণ্ঠের উইল', 'কাম টু দ্য পয়েন্ট', 'অপরাজিতা, ইত্যাদি।
মীর সাব্বির পরিচালিত ধারাবাহিক 'নোয়াশাল' নাটকটি সাড়া জাগিয়েছে। আপনি কেমন রেশপন্স পাচ্ছেন?
নাটকের গল্পটি অনেক মজার। নোয়াখালী এবং বরিশাল এ দুই অঞ্চলের ভাষাভাষীদের নিয়েই মূলত 'নোয়াশাল' নাটকের কাহিনী আবর্তিত। প্রচারের দিন থেকেই নাটকটি দেশে এবং দেশের বাইরে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানেই যাচ্ছি সেখানেই নোয়াশালের কারণে অনেক রেশপন্স পাচ্ছি। আমার কাছে এটা অনেক আনন্দের।
একক নাটক থেকে ধারাবাহিক নাটকে আপনাকে বেশি দেখা যায়।
আমাদের দেশের কোনো বিশেষ দিবস ছাড়া একক নাটক প্রচার হয় কম। তাই আমিও বিশেষ দিবসে একক নাটকে অভিনয় করি। কিন্তু বছরজুড়ে সব টিভিতেই ধারাবাহিক নাটক প্রচার হয়। তাই ধারাবাহিক নাটকে কাজ করা হয় বেশি। এ ছাড়া ধারাবাহিক নাটকে কাজ করার মজাই আলাদা। আমার কাছে একেকটি ধারাবাহিক মানে একেকটি পরিবার। অনেক ভালো লাগে এই পরিবারগুলোর সঙ্গে কাজ করতে।
মঞ্চনাটকে অভিনয়ের কি খবর?
ছোট পর্দায় ব্যস্ততার কারণে মঞ্চে তেমন সময় দিতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করি আমার নাটকের দল নাট্যজনের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার। যেমন ১৮ জানুয়ারি শিল্পকলায় মঞ্চায়ন হতে যাচ্ছে আমাদের দলের একটি নাটক। নাম রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির নাটক 'শেষরক্ষা'। যদিও আমি এবার থাকতে পারছি না এই নাটকে।
আপনার মেয়ে অর্নিলা গুহ নোলক অভিনয় শুরু করেছেন?
সে বর্তমানে মঞ্চে অভিনয় করছে। রবীন্দ্রনাথের এ নাটকটি আমি আর আমার মেয়ে একসঙ্গে মঞ্চে অভিনয় করেছিলাম। কিন্তু পড়াশোনার কারণে টেলিভিশনে তেমন কাজ করছে না। পড়াশোনা শেষে করে সে যদি মনে করে অভিনয়ে আসবে, আমি তাকে বাধা দেব না।
নতুন অভিনয় শিল্পীদের নিয়ে কিছু বলুন।
আমি আশাবাদী মানুষ। আর বর্তমান সময়ে নতুন যারা অভিনয় করছে, তাদের মধ্যে অনেকেই ভালো করছে। সব জায়গায়ই খারাপ থাকবে। আমি ভালোর শ্রোতে তাদের ভাসিয়ে দিতে চাই।
আলী আফতাব