অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেব। ফুটছে না ফুটছে না করেই ফুটল তার বিয়ের ফুল। ছাদনাতলায় বসতে চলেছেন বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার দেব। সোমবাসরীয় সন্ধ্যায় কলকাতায় এক সংবাদ সম্মেলনে দেব জানিয়েছেন, বিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু কাকে? সংবাদ মাধ্যমের এ প্রশ্নে মুচকি হেসে তিনি শুধু বললেন, 'আর হাতে মাত্র তিন বছর, তার মধ্যেই বিয়েটা সেরে ফেলতে হবে।' একটা সময় ছিল যখন টলি-সুন্দরী শুভশ্রীর সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই হিরো। কিন্তু শুভশ্রী এখন দেবের সুদূর অতীত। নতুন করে প্রেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী। আর তাকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে চান। তবে কে সেই 'লাকিগার্ল। তা গোপন রেখেছেন দেব নিজেও। বিয়ের দিনটি ঠিক করে ফেলেছেন। এদিকে পাত্রীটি সম্পর্কে মুখ খুলতে নারাজ এই হিরো। তবে টলিউডের নবাগতা সায়ন্তিকার সঙ্গে এখন প্রায়ই দেখা যাচ্ছে দেবকে। রবি কিনাগীর আপকামিং ছবিত 'হিরোগিরি'তে একসঙ্গে কাজও করেছেন তারা। এ ছবির একটি গান 'কে তুই বল'-এ বেশ মাখোমাখো তাদের কেমিস্ট্রি। তাহলে কি থাইল্যান্ডের বিচেই সায়ন্তিকা উত্তর দিয়ে দিয়েছেন দেবের? আর তা জানার জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হবে বলে জানালেন দেব। আর তার বিয়ের খবরে টগবগ করে ফুটছে কলকাতার টলিপাড়া।