সিনেমার কাহিনি পছন্দ হলে চরিত্রটি ফুটিয়ে তোলার প্রয়োজনে সবকিছুই করেন বলিউড অভিনেতা আমির খান।
মঙ্গল পান্ডে সিনেমায় তার গোঁফ, গজনি সিনেমায় এইট প্যাক শরীর এবং সম্প্রতি পিকে সিনেমায় তাকে দেখলে বিষয়টি কেউ অস্বীকার করতে পারবে না। শোনা যাচ্ছে, এ অভিনেতা এবার একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমির এবার কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনাজয়ী কুস্তিগীর গীতার বাবার চরিত্রে অভিনয় করবেন।
জানা গেছে- মহাবীর পোগাটের সংগ্রামী জীবন নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমাটি। সিনেমাটির নাম কুস্তি রাখা হবে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।