আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক 'রিক্তার বেদন'। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, কুইন রহমান এবং শর্মিলী আহমেদ।
রিক্তা ও রাকিবের সংসার জীবন ভালোভাবেই চলছিল। পুরোদস্তুর বাঙালি বধূর মতো স্বামীর যত্ন-আত্তিতেই মনযোগী রিক্তা। সকালে রাকিবের গোসল হতে না হতেই তার জন্য জামা-কাপড় রেডি করে রাখা, নাশতা খাইয়ে অফিসের উদ্দেশে পাঠানো থেকে শুরু করে অফিস থেকে ফেরার পরও সব কিছুই তৈরি রাখতে ভুল হয় না রিক্তার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বউয়ের এই আচরণে বিরক্ত হতে থাকে রাকিব। সম্পর্কের মাঝে শুরু হয় টানাপড়েন। কোনো উপায় না পেয়ে পরামর্শের জন্য খালার কাছে যায় রিক্তা। সংসারের রান্নার মতো স্বামী-স্ত্রীর ভালোবাসার মধ্যেও একটু লবণ দেওয়ার পরমর্শ দেন খালা। এরপর থেকেই নিজেকে বদলে ফেলে রিক্তা। শাড়ি ছেড়ে আধুনিক কাপড় পরার পাশাপাশি শপিং আর বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত হয়ে ওঠে সে। স্ত্রীর এই পরিবর্তনে ধাক্কা খায় রাকিব। পরে সে উপলব্ধি করতে পারে আগের রিক্তাকেই সে ভালোবাসে। নিজের ভুল বুঝতে পেরে পুরনো রিক্তাকে তার কাছে ফিরে আসতে বলে রাকিব।