চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সুচরিতা আর বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরিমনি এবার এক হয়েছেন 'মহুয়া সুন্দরী'তে। বাস্তব জীবনের মতোই তারা এ ছবিতেও দুই প্রজন্মের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন। সিনেমায় মহুয়া সুন্দরী চরিত্রে অভিনয় করেছেন পরিমনি আর সুচরিতা জ্যোৎস্না মাসী চরিত্রে।
এ দুই নারীকে ঘিরে চলতে থাকে ছবির গল্প। ঘাত, প্রতিঘাতে যেন তারা একই সুতোয় বাঁধা এবং একই বন্ধনে আবদ্ধ। ছবি রানী কখনো আইটেম নাচে দর্শক মাতায়, কখনো পালা অভিনয়ে সবাইকে কাঁদায়। অন্যদিকে জ্যোৎস্না মাসী কখনো ছবির সহচরী, কখনো মা, আবার কখনো পালা বিবেকের ভূমিকায়। এদের ক্লাইমেক্স আর অভিনয়নৈপুণ্য দেখতে অপেক্ষা করতে হবে আগামী এপ্রিল পর্যন্ত। আশা করা যাচ্ছে, পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে বড় লোকজ উৎসবে সিনেমাপ্রেমীদের জন্য হলে আসবে এই মহুয়া সুন্দরী।