পুত্র এখন পয়সাওয়ালা
নারগিস আকতার পরিচালিত 'পুত্র এখন পয়সাওয়ালা' দেশের ৪০টি প্রেক্ষাগৃহে চলবে আজ থেকে। ছবিতে অভিনয় করেছেন ববিতা, ইমন এবং ফারাহ রুমা। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটছে ছোট পর্দার অভিনেত্রী ফারাহ রুমার।
রোমিও বনাম জুলিয়েট
ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে 'রোমিও বনাম জুলিয়েট'। ছবিটি একসঙ্গে বাংলাদেশ ও কলকাতার প্রায় তিনশ' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। এটি পরিচালনা করেছেন মো. আজিজ ও অশোকপতি। রোমান্টিক, কমেডি ধাঁচের গল্পে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকার মাহিয়া মাহি ও কলকাতার অংকুশ। মুক্তির আগেই ছবিটি আলোচিত।