জাতীয় পিঠা উৎসব
১৯ জানুয়ারি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে নয় দিনব্যাপী 'জাতীয় পিঠা উৎসব ২০১৫'।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই উৎসবে প্রায় ৩০টি স্টল থাকবে। উৎসবের মূল মঞ্চে প্রতিদিন বিকালে অনুষ্ঠিত হবে নাচ, গান ও পথ-নাটকসহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। উৎসবে অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে সেরা পিঠা শিল্পীকে পুরস্কৃত করা হবে উৎসবের শেষ দিন। ২৭ জানুয়ারি শেষ হবে এই পিঠা উৎসব।
খেলাঘরের জাতীয় সম্মেলন
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ সকালে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'খেলাঘর'-এর জাতীয় সম্মেলন। বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংগঠনের সভাপতি অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। 'উদ্বোধনী পর্ব শেষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে খেলাঘরের কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। পর্বটি চলবে দুপুর ১২টা পর্যন্ত। সাড়ে ১২টায় সারা দেশে থেকে আগত কর্মীদের অংশগ্রহণে জাতীয় নাট্যশালা থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে সাংগঠনিক কার্যক্রম। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের পর্ব শেষ হবে। দ্বিতীয় দিনেও কার্যক্রম রয়েছে।
'ম্যাকবেথ'
১৯ জানুযারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের নাটক 'ম্যাকবেথ'। উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত নাটকটির নির্দেশনায় রয়েছেন সূদীপ চক্রবর্তী। অভিনয় করবেন শাখাওয়াত হোসেন শিমুল, শামছি আরা সায়েকা, হামিদুর রহমান পাপ্পু, ইকরাম প্রমুখ।
সুচিত্রা সেন স্মরণ ও চলচ্চিত্র উৎসব
মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে কাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। প্রতিদিন দুটি করে তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে সুচিত্রা সেন অভিনীত ছয়টি চলচ্চিত্র। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে 'শিল্পী' ও 'হারানো সুর'। ১৮ জানুয়ারি দ্বিতীয় দিন সন্ধ্যায় প্রদর্শিত হবে 'সাড়ে চুয়াত্তর' ও 'ওরা থাকে ওধারে'। সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে 'সাগরিকা' ও 'সাতপাকে বাঁধা'।
নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ বেঙ্গল শিল্পালয়ে শুরু হচ্ছে ইতালির শিল্পী নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর ১৫ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ৫টায় 'তারশিতো : এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন ইতালির রাষ্ট্রদূত মারিও পামা। উদ্বোধনী সন্ধ্যায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পাবে এ প্রদর্শনীতে।
মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী
১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে অধ্যাপক, নাট্যকার ও অভিনেতা মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করেছে মমতাজউদদীন আহমদ জন্মজয়ন্তী কমিটি।
মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যা
২০ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাকশিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তিসন্ধ্যা। এই আবৃত্তিসন্ধ্যায় প্রকাশিত হবে মাহিদুল ইসলামের 'অভিজ্ঞান আগামী পৃথিবী'র ডিভিডি।