বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনোর বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। খেলোয়াড় বাবার মেয়ে হয়েও খেলোযাড় হতে না পারলেও খেলাধূলার প্রতি টান সবসময়ই রয়েছে দীপিকার। তা বিভিন্ন সময় নানাভাবে তিনি দেখানোরও চেষ্টা করেছেন।এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের জার্সি গায়ে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি গায়ে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন দীপিকা। ফেসবুক পোস্টে তিনি লিখেন, "আমার সঙ্গে কারো রক্ত নীল হবে? ২০১৫ সালে জয় আসছে।" একাদশ বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে গতকাল ভারত তাদের নতুন জার্সি প্রকাশ করে।
এর আগে ইন্টারন্যাশনাল টেনিস প্রিমিয়ার লিগে রজার ফেডেরারের সঙ্গে টেনিস হাতে কোর্টে দেখা গেছে দীপিকাকে। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লীগ আইপিএলে গলাও ফাটিয়েছেন বহুবার।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০১৫/শরীফ