ভারতীয় গণমাধ্যমের খবরে কয়েকদিন ধরেই বলা হচ্ছিল যে, বলিউড অভিনেত্রী সোহা আলী খান ও অভিনেতা কোনাল খেমু নাকি বেশ জাকজমকপূর্ণভাবে বিয়ে করতে যাচ্ছেন। তবে গণমাধ্যমের খবরকে এখন স্রেফ গুজব বলেই মনে হচ্ছে। স্পেশাল মেরিজ অ্যাক্টের আওতায় একজন রেজিস্ট্রারের উপস্থিতিতে একান্ত ঘরোয়াভাবে তারা বিয়ে করতে যাচ্ছেন। নিজ বাড়িতে অনুষ্ঠেয় তাদের বিয়েতে কেবল এই দুই অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ও চলচ্চিত্র জগতের বাইরের তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। টাইমস অব ইন্ডিয়া এক্সক্লুসিভলি একথা জানতে পেরেছে বলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
অভিনেতা কোনালের সঙ্গে বিয়ের কথা কয়েকদিন আগে টু্ইটারে এক বার্তায় সোহা নিজেই জানিয়েছিলেন। কোনাল প্যারিসে সোহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কোনাল একেবারে হাঁটু গেড়েই আনুষ্ঠানিকভাবে বিয়ের এ প্রস্তাব দিয়েছিলেন বলে সোহা তার টু্ইটার বার্তায় লিখেছিলেন। চলতি মাসের ২৫ তারিখে সোহা ও কোনালের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য বেশ কয়েকদিন ধরেই তারা দু'জন একত্রে বসবাস করছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০১৫/শরীফ