চলতি মাসের শুরুর দিকে লন্ডনে অভিনেতা ও প্রেমিক রনবীর কাপুরের সঙ্গে আংটি বদলের [এনগেজমেন্ট] খবরকে স্রেফ গুজব বলেছেন ক্যাটরিনা কাইফ। রণবীরের সঙ্গে আদৌ এমন কিছু ঘটেনি বলে ক্যাটরিনার স্পষ্ট জবাব। খবর এবিপিনিউজ'র
ক্যাটরিনার এক মুখপাত্র জানান, রণবীর-ক্যাটরিনার বাগদান নিয়ে যা শোনা যাচ্ছে তা পুরোটাই গুজব। লন্ডনে বিশেষ বাগদান পর্ব সেরে আসার জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
এদিকে, স্রেফ গুজব হলেও রনবীর এবং ক্যাটরিনার আংটি বদল নিয়ে জল অনেক ঘোলা করা হয়েছে। সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন রনবীরকে বিয়ে না করার জন্য ক্যাটরিনা কাইফকে ঠাট্টাচ্ছলে উপদেশও দিয়েছেন। পরে আবার নতুন বছরের চাওয়া-পাওয়ার অংশ হিসেবে রনবীরকে বিয়ে করার বাসনার কথাও ব্যক্ত করেছেন দীপিকা। দেখা যাক, শেষ পর্যন্ত ক্যাটরিনা ও রনবীরের বিয়ে হয় কিনা না তাদের কথিত প্রেম স্রেফ প্রেমই থেকে যায়।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০১৫/শরীফ